ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শ্রেয়াসের জন্য যে বার্তা দিলেন রোহিত
অনলাইন ডেস্ক
রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার।

আইপিএল নিলামে ১২.২৫ কোটি রুপি দিয়ে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাচ্ছেন না তিনি। ডাগ আউটে বসে থাকতে হচ্ছে।

তার সম্পর্কে ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, মিডল অর্ডারে জায়গা পেতে হলে অলরাউন্ড দক্ষতা দেখাতে হবে। নইলে দলে সুযোগ পাওয়া যাবে না।

ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত খুব সহজেই হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। আগামীকাল শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলে হয়তো জায়গা হবে না শ্রেয়াসের।

তার সম্পর্কে রোহিত বলেছেন, ‘শ্রেয়াসকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ঠিকই তবে এই মুহূর্তে দলের প্রয়োজন মিড অর্ডারে একজন অলরাউন্ডার।’

মিডল অর্ডারে জাতীয় দলের এমন একজনকে দরকার যিনি ব্যাট করার পাশাপাশি বলও করতে পারেন। এই কারণেই শ্রেয়াস আইয়ারকে দলের বাইরে রেখে খেলতে নামতে হচ্ছে ভারতকে। দলে জায়গা পাওয়ার জন্য যে এমন সুস্থ প্রতিযোগিতা হচ্ছে সে সম্পর্কে রোহিত বলছেন, ‘দলে সুযোগ পাওয়ার জন্য এমন সুস্থ প্রতিযোগিতা হলে একদিকে ভাল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকেই এখন থেকে নজর দিচ্ছে ভারতীয় দল। দল কী চাইছে, তা জানিয়ে দেওয়া হয়েছে শ্রেয়াসকে। রোহিত বলছেন, ‘আমরা শ্রেয়াসকে সব খুলে বলেছি। মিডল অর্ডারে দলের একজন অলরাউন্ডার দরকার। বিশ্বকাপের দিকে তাকিয়ে দল এমন কম্বিনেশনই চাইছে। শ্রেয়াস পুরোদস্তুর টিমম্যান, পেশাদার। বোঝে দল সবার আগে।’

আইপিএল নিলামে যত দরই উঠুক না কেন সংশ্লিষ্ট ক্রিকেটারের, তা মোটেও জাতীয় দল গঠন প্রক্রিয়াকে প্রভাবিত করবে না। স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিয়েছেন রোহিত।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর