ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শ্রেয়াসের দুর্দান্ত ব্যাটিং, শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সিরিজ জয়
অনলাইন ডেস্ক
শ্রেয়াস আয়ার।

শ্রেয়াস আয়ারের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেল ভারত। সাত উইকেটের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।   

শনিবার টসে হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুটা যথেষ্ট ভাল করেছিল তারা। ওপেনিং জুটিতে ওঠে ৬৭ রান। কিন্তু নিশাঙ্কা (৭৫) ও গুণতিলকার (৩৮) ওপেনিংয়ে ভাল শুরুর রেশ পরের দিকে ততটা থাকেনি। তবে সনকা ৪৭ রান করেন ১৯ বলে। তার ঝড়ো ইনিংসে শ্রীলঙ্কা পৌঁছে যায় ১৮৩ রানে।

১৮৪ রানের জবাবে খেলতে নেমে মোটেও ভাল শুরু হয়নি ভারতের। প্রথম ওভারেই ফিরে যান রোহিত শর্মা। ১৬ রান করে ফেরেন ইশান কিষান। কিন্তু শ্রেয়াস আয়ার ও সঞ্জু স্যামসনের জুটি ম্যাচের হাল ধরে।

পরে সঞ্জু ফিরতেই শ্রেয়াসকে যোগ্য সঙ্গ দেন জাদেজা। ৭টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার অপরাজিত ৪৫ রানের ইনিংসটি। তাদের যুগলবন্দিই সহজ জয় এনে দেয় ভারতকে। 

এদিন সবচেয়ে বড় আকর্ষণ শ্রেয়াস আয়ারের পারফরম্যান্স। এদিন শ্রীলঙ্কার ওপর ব্যাটিং তাণ্ডব চালান তিনি। ৪৪ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন শেয়াস।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর