ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হোয়াইটওয়াশে মনোযোগ টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক

আইসিসি সুপার লিগে প্রথম দল হিসেবে ১০ জয়ে ১০০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলবে ৮ দল। এজন্য আইসিসি সুপার লিগে খেলছে ১২ টেস্ট খেলুড়ে দেশসহ ১৩ দেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ম্যাচ খেলবে টাইগাররা। জিতলেই তামিমরা হোয়াইটওয়াশের লজ্জায় সিক্ত করবেন আফগানিস্তানকে। একইসঙ্গে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করবে হাশমতউল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, রশিদ খানদের। আইসিসি সুপার সুপার লিগে তামিম বাহিনী এখন পর্যন্ত ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ, ৩-০ ব্যবধানে জিম্বাবুয়ে, ২-১ ব্যবধানে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে জিতেছে ২-০ ব্যবধানে। হেরেছে শুধুমাত্র নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল মিরপুরে দুটি টি-২০ খেলবে ৩ ও ৫ মার্চ। তামিম বাহিনী প্রতিপক্ষ আফগানিস্তানকে হোয়াইটওয়াশের চেয়ে বেশি মনোযোগী জয়ে। গতকাল মিডিয়ার মুখোমুখিতে এমনটাই বলেছেন প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ, ‘হোয়াইটওয়াশের চেয়ে আমাদের নজর ১০ পয়েন্টের দিকে। আমরা ১০ পয়েন্ট চাই।’ আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে এই প্রথম ওয়ানডে খেলছে বাংলাদেশ। অবশ্য জহুর আহমেদ স্টেডিয়ামে এর আগে টেস্ট ও ওয়ানডে খেলেছে দুই দল। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের প্রথমটি তামিম বাহিনী জিতেছে খাঁদের কিনারায় থেকে। ২১৬ রানের টার্গেটে এক পর্যায়ে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে হারের কিনারায় এসে দাঁড়িয়েছিল টাইগাররা। সেখান থেকে সপ্তম উইকেট জুটিতে রেকর্ড গড়ে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় উপহার দেন দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। দুজনের ১৭৪ রানের জুটি সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ এবং ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সেরা। সপ্তম উইকেট জুটিতে টাইগারদের আগের রেকর্ড ছিল ইমরুল কায়েস ও মোহাম্মদ সাইফুদ্দিনের, ১২৭ রান। দ্বিতীয় ওয়ানডেতে টাইগাররা জয় পায় ৮৮ রানে। ম্যাচে সেঞ্চুরি করেন লিটন দাস। আজ তৃতীয় ওয়ানডে। সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে ১১ নম্বর। আগের ১০ ম্যাচে জয় ৭টি এবং টানা তৃতীয় জয়ের আত্মবিশ্বাস নিয়ে তামিমরা আজ নামবেন ম্যাচে। আফগানিস্তানের বিপক্ষে ২০১৬ সালেও সিরিজ জিতেছিল। বাংলাদেশ এখন পর্যন্ত সিরিজ জিতেছে ৩০টি। এই সিরিজের আগে হোয়াইটওয়াশ করেছে ১৪বার। সর্বোচ্চ ৫ বার জিম্বাবুয়ে এবং দুবার করে নিউজিল্যান্ড ও কেনিয়াকে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর