ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ওয়ার্নের নামে এমসিজির স্ট্যান্ড
অনলাইন ডেস্ক

কাউকে কিছু না বলেই হঠাৎ ওপারের পথ ধরেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। মাত্র ৫২-তেই ঝরে যাবেন ২২ গজ কাঁপানো এই ধ্রুবতারা অনেকের কাছেই সেটা অবিশ্বাস্য! এক কথায় শেন ওয়ার্নের এমন ‘সারপ্রাইজ ডেলিভারিতে’ অনেকেই চমকে গেছেন। হয়েছেন ভীষণ বেদনাহত।

সময়ের পার্থক্যের কারণে অস্ট্রেলিয়াতে খবরটা ছড়িয়েছিল একটু দেরিতে। ভোরের আলো ফুটতেই শোক গ্রাস করেছে। তবে বিদায় যে জানাতেই হবে!

ওয়ার্নকে শ্রদ্ধা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ানরা একটা ধাক্কা খাওয়ার মতো ও খারাপ সংবাদ পেয়ে জেগে উঠছে। শেন ওয়ার্ন মারা গেছেন কেবল ৫২ বছর বয়সে। সে আমাদের ইতিহাসের সেরাদের একজন। সেই অল্প কয়েকজনের একজন যারা ডন ব্র্যাডম্যানের কাছাকাছি কিছু করতে পেরেছে।’

‘তার অর্জন প্রতিভার স্বাক্ষর, নিয়মানুবর্তীতা, ভালোবাসার খেলাটার জন্য প্যাশন। কিন্তু ওয়ার্ন অস্ট্রেলিয়ানদের জন্য তার চেয়েও বেশি কিছু। সে আমাদের দেশের সেরা চরিত্রগুলো একটি। তার হিউমার, প্যাশন, সম্মান, সহজলভ্যতা প্রমান করেছে সবাই তাকে ভালোবাসতো।’

‘অস্ট্রেলিয়ানরা তাকে ভালোবাসে। তার হঠাৎ ও দুঃখজনক বিদায়ে আমরা বিভ্রান্ত। এবং অদম্য রড মার্শকে হারানোর পরের দিন এটি ঘটবে, কল্পনাতীত বলে মনে হচ্ছে। ওয়ার্নের মতো কেউ নেই। সে নিজের মতো করে জীবন কাটিয়েছে।’

শেন ওয়ার্নকে সম্মান জানিয়ে বদলে যাচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের একটা স্ট্যান্ডের নাম। সাউদার্ন স্ট্যান্ডকে নতুন করে নামকরণ করা হবে এসকে ওয়ার্ন স্ট্যান্ড।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর