ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খোঁজ রাখেনি কেউ, ক্ষুব্ধ সাইফউদ্দিন জাতীয় দল নিয়েও ভাবছেন না!
অনলাইন প্রতিবেদক
সাইফউদ্দিন

জাতীয় দলের হয়ে খেলতে গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়েছিলেন বাংলাদেশের অন্যতম পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের পর পুনর্বাসন করেছেন নিজের মতো ফেনীতে। বিপিএল ড্রাফটে নাম না থাকায়ও সাইফউদ্দিন বেশ চটেছিলেন। সেই চাপা ক্ষোভের বারুদটাই যেন জ্বাললেন আজ সোমবার মিরপুরে। সাংবাদিকদের জানালেন এই পাঁচ মাসে জাতীয় দলের কেউ তার খবর রাখেনি।

তিনি বলেন, ‘আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়তো চিন্তাভাবনা করব। গত সাড়ে ৫ মাস মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সাথে যোগাযোগ করেনি। তো আমি নিজ থেকে আসলে কী বলব?’

তবে কারো প্রতি কোনো অভিযোগ নেই সাইফের। তিন আরও জানালেন ‘সবাই-ই তো ব্যস্ত। কেউ বাংলাদেশ টাইগার্স, কেউ জাতীয় দলে, কেউ অনূর্ধ্ব-১৯ দলে। ফেনীতে থাকার কারণ হচ্ছে ওখানে আমি সবসময় নেট বোলার পাচ্ছি, যেখানে যাচ্ছি সবকিছু আগে থেকে প্রস্তুত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাপোর্ট স্টাফ। সেটা এখানে না থাকলে আমি একা একা কী প্র্যাকটিস করব?’

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর