ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মৃত্যুর ৮ ঘণ্টা আগে গিলক্রিস্টকে কী টেক্সট দিয়েছিলেন ওয়ার্ন?
অনলাইন ডেস্ক
শেন ওয়ার্ন ও অ্যাডাম গিলক্রিস্ট (ফাইল ছবি)

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন গত শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় মারা যান। তার মৃত্যুর খবরে হতবাক পুরো ক্রিকেট বিশ্ব। হঠাৎ করে তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকে ক্রিকেটপ্রেমী।

১৯৯৯ সালে একসঙ্গে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ভাগাভাগি করেছেন শেন ওয়ার্ন ও অ্যাডাম গিলক্রিস্ট। দীর্ঘদিনের বন্ধু তারা, এতটাই কাছের যে অদ্ভুত নামেও একে অন্যকে ডাকাডাকি করেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ওয়ার্নের সঙ্গে যোগাযোগ হয়েছিল গিলক্রিস্টের। প্রয়াত স্পিন জাদুকরের কাছ থেকে পান একটি টেক্সট মেসেজ, কোনোদিন সেটি ডিলিট করবেন না বললেন এই উইকেটকিপিং গ্রেট।

এবিসি নিউজকে গিলক্রিস্ট বলেছেন, ‘এক সপ্তাহ আগে আমি শেনের সঙ্গ কথা বলেছিলাম। আমি তার কাছ থেকে সুন্দর একটি টেক্সট পেয়েছিলাম। সম্ভবত, আমার যতটুকু ধারণা সে মারা যাওয়ার আট ঘণ্টা আগে টেক্সটটি দিয়েছিল। সে অল্প কয়েকজনের মধ্যে একজন যে আমাকে সবসময় চার্চ ডাকত।’

তিনি আরও যোগ করেন, ‘যারা খুব কাছের তারাই কেবল এই নামে ডাকত। একবার এক তরুণ ইংলিশ ভক্ত দ্বিধায় পড়ে আমাকে ডাকল ‘এরিক গিলচার্চ’। সে সবসময় আমাকে ডাকত ‘চার্চি’ এবং এটি সবসময় একজন বন্ধুর কাছ থেকে স্নেহের শব্দ মনে হতো।’

ওয়ার্নের মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা আগে অস্ট্রেলিয়া হারায় তাদের কিংবদন্তি উইকেটকিপার রডনি মার্শকে। তাকে আদর্শ মেনেই বড় হয়েছেন গিলক্রিস্ট। নিজের আইডলকে হারিয়ে সেদিন শ্রদ্ধাঞ্জলি জানান ৫০ বছর বয়সী সাবেক ক্রিকেটার। মার্শকে শ্রদ্ধা জানিয়ে দেওয়া গিলক্রিস্টের বক্তব্য ছুঁয়ে গিয়েছিল ওয়ার্নের হৃদয়।

সেই প্রসঙ্গেই একটি টেক্সট মেসেজ গিলক্রিস্টকে দেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার শীর্ষ টেস্ট উইকেটকিপার বলেছেন, “সে (ওয়ার্ন) আমাকে মেসেজ করে বলেছিল, ‘চার্চ, রড মার্শকে অপূর্ব শ্রদ্ধাঞ্জলি দিয়েছি।’ তাকে (মার্শ) নিয়ে কথা বলতে পেরে আমি সম্মানিত ছিলাম। ওয়ার্নি আমাকে একটা ছোট্ট মেসেজ করেছিল এবং বলেছিল, ‘ভালো বলেছ, স্যার।’ ওটাই ছিল শেষ যোগাযোগ। এই একটি টেক্সট মেসেজ আমি কখনো ডিলিট করব না।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর