ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আবারও ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ চান রমিজ রাজা
অনলাইন প্রতিবেদক
রমিজ রাজা, সৌরভ গাঙ্গুলি

সবশেষ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারত পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ দেখা গেছে। বহু বছর পর রেকর্ড গড়ে বৈশ্বিক আসরে বিরাট কোহলির ভারতকে হারিয়েছে বাবর আজমের পাকিস্তান। তবে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর ছাড়া ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ বন্ধ বহুদিন। 

২০১২ সালে পাকিস্তান ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল। তারও অর্ধযুগ আগে থেকেই পাকিস্তানে যায়নি ভারত। সবমিলিয়ে দুই দেশের রাজনীতির মেরুকরণ, আর বৈরিতার মাত্রা বিবেচনায় নিয়ে আইসিসিও হাল ছেড়ে দিয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন একেবারে অসম্ভবই মনে করছেন অনেকে। অথচ ক্রিকেট দুনিয়ায় এই দুই দেশের দ্বৈরথই সবচেয়ে বেশি জনপ্রিয়। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তানের ম্যাচের টিকেট বিক্রি হতে কয়েক ঘণ্টাও লাগেনি।

এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও আশায় বসতি বাঁধতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। গেলো বছরের প্রস্তাবিত চার জাতি ক্রিকেট টুর্নামেন্ট দিয়েই রমিজ আবার ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণ ফেরাতে চাইছেন।  

রমিজ রাজা জানিয়েছেন, তিনি শিগগিরই এই সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে আলোচনায় বসবেন। 

এই আলোচনার জন্য সাবেক ক্রিকেটরা রমিজ রাজা ১৯ মার্চ দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাকেই বেছে নিচ্ছেন। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর