ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফিরেই ম্যাচ সেরা সাইফ হাসান, ডিপিএলে অলরাউন্ড চমক
অনলাইন ডেস্ক
ম্যাচ সেরার পুরষ্কার হাতে সাইফ

টেস্ট থেকে টি-টোয়েন্টি সব জায়গাতেই জাতীয় হয়ে সফলতার দেখা নাই। তবে বরাবরই ঘরোয়া ক্রিকেটে অনবদ্য পারফর্মার সাইফ হাসান। এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও তার ব্যতিক্রম ঘটছে না। লিগের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন সাইফ।

ভারতীয় ব্যাটার অশোক মানারিয়া আর অমিত হাসানের জুটি রান তুলছিল দ্রুত। তৃতীয় উইকেট জুটিতে ৭৭ রান যোগ করেও ছুটছিল তারা। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান তুরুপের তাস বানালেন সাইফ হাসান। আস্থার প্রতিদানও দিলেন সাইফ। বল হাতে সাইফ তিন উইকেট নিলেন, সাথে ভাঙলেন খেলাঘরের আড়াইশ ছাড়ানোর স্বপ্ন।

অমিতের ১০৭ রানের অপরাজিত ইনিংস, খেলাঘর ২২১ রানে থামে। কিন্তু বিকেএসপির তিন নম্বর মাঠ, ব্যাটিং সহায়ক উইকেট; সবমিলিয়ে জয়ের দুয়ারে পৌঁছাতে খুব একটা ভাবতে হয়নি নুরুল হাসানের দলকে। ৬ উইকেটে জয় পেয়েছে তারা। 

বোলিংয়ের পর ওপেনিংয়ে সাইফ সৈকত আলীর সাথে ১১১ রানের পার্টনারশিপ গড়েছেন। ৫৮ বলে আট চার ও এক ছক্কায় তুলেছেন ৬৩ রান।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর