ঢাকা, রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি রিয়াল-চেলসি
অনলাইন ডেস্ক

সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার (১৮ মার্চ) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে শেষ আটে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে সামনে আসে চেলসির নাম। গত মৌসুমে রিয়ালকে হারিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছিল থমাস টুখেলের দল।

এদিকে ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে। সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। আর লিভারপুল লড়বে বেনফিকার বিপক্ষে।

সেমিফাইনালের ড্রয়ের হিসেবে ম্যানসিটি-অ্যাতলেটিকোর ম্যাচে জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে লড়বে চেলসি-রিয়ালের মধ্যকার জয়ী দলের বিপক্ষে। আর লিভারপুল-বেনফিকার ম্যাচের জয়ী দল সেমিফাইনালে লড়বে বায়ার্ন-ভিয়ারিয়ালের ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ৫-৬ এপ্রিল। আর ফিরতি লেগ হবে ১২-১৩ এপ্রিল। আগামী ২৮ মে প্যারিসে মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর