ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিধ্বস্ত প্রোটিয়া শিবির; সাফল্যের রহস্য জানালেন তাসকিন
অনলাইন ডেস্ক

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের দাপটে বিধ্বস্ত প্রোটিয়া শিবির। দক্ষিণ আফ্রিকাকে নাকানি চুবানি খাওয়ানো পেসার তাসকিন আট বছর পর পেয়েছেন ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ৫ উইকেটের স্বাদ।

শুরুতে প্রোটিয়াদের টপ অর্ডার তছনছ করেন তিনি। একই ধারাবাহিকতায় মিডল অর্ডারও ভেঙে চুরমার। তার দ্যুতি ছড়ানো বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী ম্যাচে গুটিয়েছে ১৫৪ রানে। তাসকিন ৩৫ রানে পেয়েছেন ৫ উইকেট।

২০১৪ সালে ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে প্রথম ৫ উইকেট পেয়েছিলেন ডানহাতি পেসার। দীর্ঘ অপেক্ষার পর তার অপেক্ষা ফুরাল। নিজের পারফরম্যান্সে দারুণ খুশি এ পেসার।

ইনিংস বিরতিতে তাসকিন বলেছেন, ‘নিজের পারফরম্যান্সে আমি দারুণ খুশি।’

নিজের বোলিং পরিকল্পনা নিয়ে ডানহাতি পেসার বলেছেন, ‘আমি শুধুমাত্র নিজের প্রক্রিয়ায় স্থির থেকেছি এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছি। উইকেট থেকে বাউন্স পেয়েছি। এজন্য নিজের লাইন ও লেন্থ ঠিক রেখেছি। নিজের প্রক্রিয়ায় এখন আমার অনেক বিশ্বাস। শেষ এক, দেড় কিংবা দুই বছর এভাবেই পরিশ্রম করে আসছি। এটাই আমার সাফল্যের রহস্য।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর