ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১০ বছর আগের রেকর্ড ভেঙে নতুন মাইলফলকে স্মিথ!
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

প্রথম ইনিংসে হারানো সুযোগটাই দ্বিতীয় ইনিংসে নিজের করে নিলেন স্টিভেন স্মিথ। ১৫০তম ইনিংসে ৭৯৩৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন এই অজি ব্যাটার। টেস্ট ফরম্যাটে দ্রুততম ৮ হাজার রানের মাইলফলক ছুঁতে তার দরকার ছিল ৬৬ রান। 

৫৯ রানে আউট হয়ে সুযোগ হারান স্মিথ। দ্বিতীয় ইনিংসে আর মিস করেননি। লাহোরের শেষ টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে কুমার সাঙ্গাকারাকে টপকে রেকর্ডটি নিজের করে নেন স্মিথ।

২০১০ সালে ভারতের বিপক্ষে কলম্বো টেস্টে ক্যারিয়ারের ১৫২তম ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন সাঙ্গাকারা। ২০০২ সালে কিংস্টনে শচীন টেন্ডুলকারের গড়া ১৫৪ ইনিংসে দ্রুততম ৮ হাজার রানের রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়েন এই শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তি। প্রায় ক যুগ পর লাহোরে সেই রেকর্ড নতুন করে লেখালেন স্মিথ। ক্যারিয়ারের ১৫১তম ইনিংসে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই অজি ব্যাটার।

বিডি প্রতিদিন/নাজমুল 



এই পাতার আরো খবর