ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের রহস্য জানালেন সাকিব
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

মানসিক ক্লান্তি নিয়েও দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে গিয়ে পরিবারের কয়েকজন সদস্যের অসুস্থতার খবর পান। তবুও ওয়ানডে সিরিজ শেষ করার আগে দেশের বিমান ধরেননি। প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো ২-১ এ সিরিজ জয় করে দেশে ফেরেন তিনি।

সেঞ্চুরিয়নে বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচ শেষ হতেই দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার। বৃহস্পতিবার রাত ১০টায় বাংলাদেশে এসে পৌঁছান তিনি।  

বিমান থেকে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব। মলিন মুখে জানালেন পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে চান না। 

এ সময় সাংবাদিকরা জানতে চান দক্ষিণ আফ্রিকা জয়ের রহস্যটা কি? সাংবাদিককে সাকিব মনে করিয়ে দিলেন, হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ বাংলাদেশের কোচিং স্টাফের একটি বড় অংশ দক্ষিণ আফ্রিকার।

সাকিব বলেন, ‘তারা (কোচরা) কন্ডিশন সম্পর্কে জানেন। তাদের (দক্ষিণ আফ্রিকা) ড্রেসিংরুমে কী অবস্থা, জানতে পেরেছি। এ জন্য কাজ সহজ হয়েছে।’

সিরিজ জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিতে চান সাকিব। সিনিয়র-জুনিয়রের পারফরম্যান্স নিয়ে বিচার করতে চান না তিনি। তিনি বলেন, ‘সবাই চেষ্টা করেছে ভালো খেলার জন্য। এ জন্যই জিততে পেরেছি আমরা। দলের সবাই পারফর্ম করছে, এটিই সবচেয়ে বড় কথা।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর