ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অভিজ্ঞতায় প্রোটিয়াদের ঘায়েল করতে চান নাজমুল শান্ত (ভিডিও)
অনলাইন ডেস্ক
নাজমুল শান্ত

মাঝখানে বাকি আছে একটা দিন, ৩১ মার্চ শুরু হচ্ছে ডারবান টেস্ট। ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় আত্মবিশ্বাসী করেছে টাইগারদের। তাই সাদা পোশাকেও প্রোটিয়াদের বধ করতে মরিয়া টাইগার বাহিনী। টেস্ট সিরিজ জয়ের প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার মাঠে নামবে মুমিনুল হকের দল।

তার আগেই মঙ্গলবার দলের টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত কথা বলেছেন। জানিয়েছেন দলের লক্ষ্য। প্রোটিয়া বধ মিশন নিয়ে তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে। প্রায় ৬-৭ বছর আগে এসেছিলাম। তখনও ভালো কিছু স্মৃতি ছিল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যতগুলো ম্যাচ খেলেছি, সবগুলো ম্যাচই আমরা জিতেছি।’

দলে সুযোগ পেলে অভিজ্ঞতাই কাজে লাগাতে চান শান্ত। তিনি বলেন, ‘ওই সময় আমার ২-৩টা বড় স্কোর ছিল। এবার আবার সুযোগ আসলে ওই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব, আশা করছি ভালো কিছুই হবে।’

দলের সবাই চাঙা আছে তেমনটা জানিয়েই শান্তর বার্তা, ‘পুরো দলের মানসিকতা ও পরিবেশ বদলে গেছে। আগে যখন এশিয়ার বাইরে খেলতাম, জিততে পারি এই বিশ্বাসটা আমাদের মধ্যে এতটা ছিল না। এখানেও আমরা ভালো ক্রিকেট খেলতে পারি; আস্তে আস্তে এই বিশ্বাসটা তৈরি হচ্ছে। বলছি না খেললেই জিতে যাব। তবে আমরা প্রক্রিয়া ও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে এখানেও জেতা সম্ভব এই বিশ্বাস তৈরি হয়েছে।’

 

ভিডিও সৌজন্য: বিসিবি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর