ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি মেসি-লেভানদোভস্কি
অনলাইন ডেস্ক
লেভানদোভস্কি ও মেসি

কাতারের দোহায় হয়ে গেল ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ড্র। শুক্রবার দেশটির দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এই ড্র জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৩২টি দলের মধ্যে ইতোমধ্যে ২৯টি দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আর বাকি তিনটি দল প্লে-অফ খেলে আগামী জুনের মধ্যে জায়গা করে নেবে।

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির গ্রুপেই পড়েছে রবার্ট লেভানদোভস্কি। বিশ্বকাপ ড্রয়ে আর্জেন্টিনার গ্রুপে পড়ে লেভানদোভস্কির পোল্যান্ড। এবারই প্রথম এই দুই ফুটবলার বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হবেন।

আর্জেন্টিনা প্রথম পট থেকে গ্রুপ 'সি' তে জায়গা করে নেয়। পরবর্তীতে একই গ্রুপে জায়গা পায় লাতিন আমেরিকার অন্যতম দল মেক্সিকো।

এরপর তিন নাম্বার পট থেকে আর্জেন্টিনা ও মেক্সিকোর পাশে জায়গা করে নেয় পোল্যান্ডও। পট ৪ থেকে এই গ্রুপে সর্বশেষ দল হিসেবে জায়গা করে নেয় সৌদি আরব।

উল্লেখ্য, সর্বশেষ ব্যালন ডি'অর জয়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দী ছিলেন লেভানদোভস্কি। তবে শেষ পর্যন্ত মেসির কাছে হেরে যান এই পোলিশ স্ট্রাইকার। মেসি জিতেন নিজের সপ্তম ব্যালন ডি'অর।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর