ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হায়দরাবাদের কিছু একটা হয়েছে: সালমান বাট
অনলাইন ডেস্ক

গত মৌসুমের ব্যর্থতার রেশ আইপিএলের চলতি আসরেও ফুটে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। রাজস্থান রয়্যালসের কাছে হারের পর সোমবার লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে অল্পের জন্য জিততে পারেনি দলটি। পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট মনে করেন, এই ফ্র্যাঞ্চাইজির কিছু একটা হয়েছে।

বাট বলেছেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের সময় পাল্টাচ্ছে না। ভালো পিচ কিংবা খারাপ পিচ, তাদের ভাগ্য বদলাচ্ছে না। সুতরাং, এই দলটিতে কিছু একটা হয়েছে।’

দলে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এইডেন মার্করামের ভূমিকায় সন্তুষ্ট নন বাট। আরেকটু উপরে গিয়ে তাকে ব্যাট করানো উচিত মত তার, ‘মার্করাম একজন টপ অর্ডার ব্যাটসম্যান। সে প্রভাব রাখার মতো খেলোয়াড় কিন্তু তাকে খেলানো হচ্ছে চার-পাঁচ নম্বরে। টপ অর্ডারে সে প্রভাবশালী, তাকে যে পজিশনে পাঠানো হচ্ছে সেখানে সে খুব বেশি ম্যাচে স্কোর করতে পারবে না।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর