ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শূন্যে ভেসে রানআউট করে তাক লাগালেন ম্যাক্সওয়েল
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের হয়ে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তাকে পায়নি আরসিবি। শনিবার (৯ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নেমেই জাত চিনিয়ে দিলেন অজি তারকা। অসামান্য রানআউট করে তাক লাগিয়ে দিলেন। তাকে নিয়েই চলছে জোর চর্চা।

ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আরসিবি টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়। মুম্বাইয়ের হয়ে দারুণ ফর্মে থাকা তিলক বর্মাকে পাঁচ মিনিটের বেশি ক্রিজে থাকতে দিলেন না ম্যাক্সওয়েল। ডিরেক্ট হিট করে তিলককে রানআউট করলেন ম্যাক্সওয়েল। তিনি তার ফিল্ডিংয়ের দক্ষতায় আরও একবার বাজিমাত করলেন। 

১৯ বছরের তিলক আকাশ দীপের বলে ট্যাপ করে রান নিতে চেয়েছিলেন। কিন্তু ম্যাক্সওয়েল তার ইচ্ছাপূরণ হতে দেননি। একদম শিকারি পাখির মতো উড়ে গিয়ে শরীর শূন্যে ভাসিয়ে রানআউট করে দেন তিলককে। এদিন তিলককে ফিরে যেতে হয় খালি হাতেই। কিন্তু মুম্বাইয়ের হয়ে প্রথম তিন ম্যাচে তিনি ৬০.৫০-এর গড়ে করেছেন ১২১ রান। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর