ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চেলসির বিপক্ষে মাঠে নামার আগে ‘অন্যরকম’ বার্তা দিলেন রিয়াল তারকা
অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে গত বুধবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ৩-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। দারুণ হ্যাটট্রিকে ইউরোপের সফলতম দলটিকে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে দেন করিম বেনজেমা।

ওই ম্যাচের পর টুখেল ফিরতি লেগে তার দলের ঘুরে দাঁড়ানোর প্রশ্নে বলেন, তাদের সম্ভাবনা আর নেই বললেই চলে।

প্রতিপক্ষ কোচের এই সরল স্বীকারোক্তিতেও গা ভাসাচ্ছে না রিয়াল। সোমবার সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার কাসেমিরো বললেন, কাজ শেষ হয়ে গেছে, এমনটা ভাবছেন না তারা।

“আমরা তার (টুখেল) কথায় কান দেব না। সম্ভবত গত সপ্তাহে লন্ডনে আমরা চলতি মৌসুমে আমাদের সেরা ৯০ মিনিট খেলেছি এবং সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের কাছাকাছি যেতে একটি বড় পদক্ষেপ নিয়েছি। কিন্তু আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে পারি না।”

“টমাস টুখেল যা বলেছেন তা আমরা সবাই শুনেছি। আমরা এই ফাঁদে পা দেব না। আমরা জানি, এটি কঠিন ম্যাচ হবে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আমরা ম্যাচটিকে হালকাভাবে নেব না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।”

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার হবে ফিরতি লেগ। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর