ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফিরেই যে কথা শোনালেন টেস্ট কাপ্তান মুমিনুল
অনলাইন ডেস্ক
বিমানবন্দরে মুমিনুল হক।

দুই টেস্টে বড় পরাজয়। ডারবান টেস্টে ২২০ রানে হার, পোর্ট এলিজাবেথ টেস্টে আরও বড় বিপর্যয়; মুমিনুল হকের দল হেরেছে ৩৩২ রানে এবং অসহায়ভাবে। কোনও টেস্টেই লড়াকু কিছুই করতে পারেনি টাইগাররা। তারপরও আশার বাণী শোনালেন টেস্ট কাপ্তান।

বুধবার সাউথ আফ্রিকা থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন মুমিনুল। নিজের ক্যাপ্টেন্সি নিয়ে তিনি বলেন, ‘এই জায়গায় আসার সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছি। এখানে কিন্তু আপনারাও বলেন নাই বা ওয়াসিম ভাইও বলে নাই যে আসতে হবে, আমি নিজ থেকেই এসেছি। যেহেতু আমি দলের অধিনায়ক সিদ্ধান্ত আমিই নিই। কেউ আমাকে জোর করে না, ওই ক্ষমতাটুকু আমার আছে। হয়তো আমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে বোলিং নিয়ে হেরেছি বলে এই কথাটা এসেছে।’

দুই টেস্টে দুইবার একশ’র নীচে অলআউট হয়েও মুমিনুল শোনালেন আশার বাণী। বললেন, ‘এলার্মিং না (দুইবার ১০০-এর নিচে অল-আউট হওয়া)। এটা আমার অবজার্বেশন এমনটা কিন্তু অনেকবারই হয়েছে, বাংলাদেশেও কিন্তু হয়েছে। আপনাদের হয়তো প্রত্যাশা বেশি ছিল। অনেকেই মনে করছেন একটা টেস্ট জিতে আমরা হয়তো বিশ্বের এক বা দুই নম্বর দল হয়ে গেছি। ওয়ানডেতে তো আমরা অনেক স্ট্যাবল টিম, টেস্টে না। সেটাও আমাদের বুঝতে হবে। নড়বড়ের কিছুই হয়নি।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর