ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাব্বিরের শতক, তবুও দিল্লি বহুদূর!
অনলাইন ডেস্ক
সাব্বির রহমান।

অনেক দিন ধরেই নিজেকে হারিয়ে ফিরছেন একসময়কার মারকুটে ব্যাটার সাব্বির রহমান। কোথাও কেন যেন নিয়মিত হতে পারছেন না। বিতর্কে পাদপ্রদীপের আলোর বাইরে চলে যাওয়া সাব্বির নিজেকে হারিয়ে ফিরছেন বারবার।

তবে এবারের বিপিএলে অনেকটা ফর্মে ছিলেন সাব্বির। কিন্তু চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও ছিল রান খরা। অবশেষে পেয়েছেন সেই কাঙ্ক্ষিত রানের দেখা, সাথে পেয়েছেন চির আরাধ্য শতকও। ১১১ বলে ১২৫ রান করেছেন সাব্বির রহমান।

ডিপিএলের গ্রুপ পর্বে কোনও ফিফটিও ছিল না সাব্বিরের, সর্বোচ্চ ইনিংস ছিল ৪৬। তবে সুপার লিগেই যেন সুপার ফর্ম, পেলেন সেঞ্চুরির দেখা। এই শতকে ৮ চার আর ৮ ছক্কা হাঁকিয়েছেন সাব্বির।

তবুও এই হঠাৎ হঠাৎ পাওয়া ফর্মে যে সাব্বিরের ভাগ্যে জাতীয় দলে ডাক জুটছে না আপাতত, সেকথা হলফ করেই বলা যায়। সাব্বিরকে জাতীয় দলে ফিরতে হলে এমন চেষ্টায় যেতে হবে অনেক দূর।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর