ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাশিয়া-বেলারুশ নিষিদ্ধ, উইম্বলডনের নিন্দায় জকোভিচ
অনলাইন ডেস্ক
নোভাক জকোভিচ।

ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়া ও বেলারুশের টেনিস খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে উইম্বলডন কর্তৃপক্ষ। বুধবার এই ঘোষণা দেওয়ার পর চটেছে বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ।

তিনি উইম্বলডনের এই সিদ্ধান্তকে উন্মাদ বলে আখ্যা দিয়েছেন। 

প্রথম গ্র্যান্ড স্ল্যাম কর্তৃপক্ষ হিসেবে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে উইম্বলডন। এর আগে অলিম্পিক ও ফিফাসহ নানা ক্রীড়া ইভেন্টে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়।

জুন মাসে শুরু হতে যাওয়া উইম্বলডন টুর্নামেন্টে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা দানিল মেদভেদেভ ও নারীদের চার নাম্বার সেরা টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কার খেলা হচ্ছে না। 

এ বিষয়ে জকোভিচ জানান, এই সংঘর্ষে আসলে অ্যাথলিটরা কিছুই করছে না। তিনি বলেন, ‘আমি সবসময় যুদ্ধের নিন্দা করি। একজন যুদ্ধ শিশু হয়ে কখনোই আমি যুদ্ধকে সমর্থন করবো না।’

জকোভিচ বলেন, ‘যাইহোক, আমি উইম্বলডনের সিদ্ধান্তকে সমর্থন করতে পারছি না। আমার মনে হয় এটা পাগলাটে সিদ্ধান্ত। খেলায় রাজনীতি হস্তক্ষেপ করলে, তার ফল ভালো হবে না।’

 

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর