ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আকাশের দিকে তাকিয়ে ‘হারানো’ সন্তানকে খুঁজলেন রোনালদো?
অনলাইন ডেস্ক

সদ্যোজাত সন্তান হারানোর পর লিভারপুলের বিপক্ষে ম্যাচে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠে নেমেছেন আর্সেনালের বিপক্ষে। শুধু কি তাই, করলেন দারুণ এক গোলও; যা আবার ইংলিশ প্রিমিয়ার লিগে তার শততম গোল।

এমন মাইলফলক ছোঁয়া গোল পাওয়ার পর উদযাপনের সময় আঙুল তুলে আকাশের দিকে ইশারা করলেন পর্তুগিজ উইঙ্গার। দুই চোখ দিয়ে এমনভাবে আকাশের দিকে তাকিয়ে রইলেন যেন, আকাশের ওই প্রান্তে লুকিয়ে রয়েছে তার পৃথিবীর মুখ দেখার আগেই প্রাণত্যাগ করা সন্তান।  

আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শনিবার খেলা শুরুর ঠিক সাত মিনিটের মাথায় রোনালদোর প্রয়াত সন্তানের স্মরণে স্বাগতিক দল ও সফরকারী ম্যানইউয়ের সমর্থকরা দাঁড়িয়ে করতালি দিলেন। সময় হিসেবে সপ্তম মিনিটকে বেছে নেওয়ার কারণ রোনালদোর জার্সি নম্বর 'সাত'।

শুধু সমর্থকরাই নয়, খোদ রোনালদোও গোল করার পর নিজের প্রয়াত সন্তানের স্মরণে দুই হাত উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন কিছুক্ষণ। যেন সন্তানকে আকাশে খুঁজছেন এই উইঙ্গার। এই দৃশ্যও সমর্থকদের মন কেড়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে মুহূর্তটির ছবি পোস্ট করে রোনালদোর প্রতি সমবেদনা জানাচ্ছেন অনেকে।  

শুরু থেকেই দারুণ খেলতে থাকা রোনালদো গোলের দেখা পান ম্যাচের ৩৪তম মিনিটে; যা ইংলিশ প্রিমিয়ার লিগে তার ১০০তম গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসেই মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে গোলের শতক ছুঁলেন রোনালদো। তার আগে এই কীর্তিতে নাম লিখিয়েছেন তারই সাবেক সতীর্থ ওয়েইন রুনি (১৮৩), রায়ান গিগস (১০৯) এবং পল স্কুলস (১০৭)।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর