ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নতুন মাইলফলকে বিজয়, তবে কী খুলছে জাতীয় দলের দুয়ার?
অনলাইন প্রতিবেদক
এনামুল হক বিজয়।

ঢাকা প্রিমিয়ার লিগটা (ডিপিএল) এবার স্বপ্নের মতো কাটাচ্ছেন এনামুল হক বিজয়। ব্যাটে তার প্রশান্তির ছোঁয়া বইছে পুরোটা সময়। প্রত্যেক ম্যাচেই তিনি বেশ ধারাবাহিক। ডিপিএলে এক মৌসুমে এক হাজার রানের মাইলফল ছুঁয়েছেন তিনি, গড়েছেন ইতিহাস। 

এর আগে মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয়। সাইফ হাসানকে টপকে গিয়েছিলেন তিনি। 

ঢাকা প্রিমিয়ার লিগে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড আগে ছিল সাইফ হাসানের দখলে। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ৮১৪ রান করেছিলেন সাইফ।

অধারাবাহিকতাসহ নানা কারণে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া বিজয়ের এবারের ধারাবাহিক পারফর্ম্যান্সে জাতীয় দলের দুয়ার খুলবে কিনা এবার সেটাই দেখার অপেক্ষায় আছেন বিজয় ভক্তরা। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর