ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ব্রাইটন টর্নেডো, শেষ রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগের আশা!
অনলাইন ডেস্ক
হতাশ রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশার ফানুস আগেই চুপসে গেছে। শনিবার দিবাগত রাতে ক্ষীণস্বরে বেঁচে থাকা কাগুজে আশার কফিনেও শেষ পেরেক ঠুকে দিয়েছে ব্রাইটন। প্রতিপক্ষের মাঠে মাঠে ৪-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সেই হারটা যেমন, তাতে আরও গোটা চারেক গোল  খেলেও অবাক হওয়ার মতো কিছু ঘটতো না!

এবার তাই সোজা কথায় বলে দেওয়া যাচ্ছে, সামনে মৌসুমে রেড ডেভিলদের দেখা যাচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগে। এই পরাজয়ে ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা চারে থাকার কোনো সম্ভাবনাই নাই ইউনাইটেডের। কেননা পাঁচে থাকা টটেনহ্যামের ঝুলিতে রয়েছে ৬২ পয়েন্ট। ফলে এখন আগামী মৌসুমে উয়েফা ইউরোপা লিগ কিংবা উয়েফা কনফারেন্স লিগে খেলতে হবে রোনালদোদের।

অথচ ব্রাইটনের মাঠে গোল করার সব চেষ্টাই করেছিল রোনালদোরা। ১৫টি শটের ৫টি ছিল লক্ষ্যে। তবে বল পায়নি জালের দেখা। বিপরীতে ঘরের মাঠে ৬টি শট নিয়ে চারটিতে পেয়েছে ব্রাইটন।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর