ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল কলকাতা
অনলাইন ডেস্ক

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টে নিজেদের ১৩তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫৪ রানের ব্যবধানে হারিয়ে দিল নাইটরা।

শনিবার রাতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা। আগে ব্যাট করে হায়দরাবাদের সামনে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৩ রানের বেশি করতে পারেনি হায়দরাবাদ।

কলকাতার ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরত যান ওপেনার ভেঙ্কাটেশ আয়ার। ১ চারে ৬ বলে ৭ রান করেন তিনি। আরেক ওপেনার আজিঙ্কা রাহানে ২৪ বলে করেন ২৮ রান। ১ চারে ১৬ বলে ২৬ রান আসে নিতিশ রানার ব্যাট থেকেও।

তবে কলকাতার ইনিংস বড় করার সবচেয়ে বড় কৃতিত্বটা পাবেন আন্দ্রে রাসেল। ৩ চার ও ৪ ছক্কায় ২৮ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৯ বলে ৩৪ রান করেন স্যাম বিলিংস। হায়দরাবাদের পক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন উমরান মালিক।

জবাব দিতে নেমে শুরু থেকেই রানের সঙ্গে পাল্লা দিতে পারেনি হায়দরাবাদ। ১৭ বলে ৯ রান করে সাজঘরে ফেরত যান অধিনায়ক কেন উইলিয়ামসন। দলটির পক্ষে ২৮ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন অভিষেক শর্মা, ভরুনের বলে বিলিংসের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন এইডেন মার্করাম, উমেশ ইয়াদবের বলে বোল্ড হয়ে আউট হন তিনি। শেষ পর্যন্ত ১২৩ রানের বেশি করতে পারেনি তারা। কলকাতার পক্ষে রাসেল ৩ ও টিম সাউদি নেন ২ উইকেট।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর