ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রিভিউ নিয়ে টিকে রইলেন ম্যাথুজ
অনলাইন ডেস্ক

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রান ছাড়িয়ে গেছে শ্রীলঙ্কা। দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজের জমাট জুটিতে প্রত্যাশিত লিড পেয়েছে অতিথিরা।

৮৩ রানে পিছিয়ে থেকে বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল তারা। কোনো বিপদ ছাড়াই শ্রীলঙ্কা বাংলাদেশের রান টপকে গেছে। স্বাগতিক বোলার এই সেশনে তেমন ভালো বোলিং করতে পারেননি। উইকেট নেওয়া কিংবা চাপে ফেলার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারেননি।

এদিকে, ম্যাচের ১৩২তম ওভারে পেসার খালেদের একটু লাফিয়ে উঠা লেন্থ বল ফরোয়ার্ড ডিফেন্স করতে চেয়েছিলেন ম্যাথুজ। বল তার ব্যাটের কাছাকাছিও ছিল না। কিন্তু বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার জো উইলসন আঙুল তোলেন। সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নেন সেঞ্চুরির অপেক্ষায় থাকা এ ব্যাটসম্যান। রিপ্লেতেও দেখা যায় বল তার ব্যাটের নাগালেও ছিল না। রিভিউ নিয়ে টিকে রইলেন ম্যাথুজ। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর