ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন সালাহ
অনলাইন ডেস্ক
মোহামেদ সালাহ।

অনেক আগেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে চেয়েছিলেন লিভারপুলের তারকা ফুটবলার মোহামেদ সালাহ। তার যথেষ্ট কারণও আছে। ৪ বছর আগের এক ঘটনার বদলা নেওয়ার জন্যই রিয়ালকে ফাইনালে চেয়েছিলেন সালাহ। 

২০১৮ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ১-৩ হারে লিভারপুল। সেই ম্যাচে সার্জিও ব়্যামোসের কড়া ট্যাকলে মাঠ ছেড়েছিলেন মোহামেদ সালাহ। চোখের জলে সালাহর মাঠ ছাড়ার সেই ছবি এখনও ভোলেনি লিভারপুল সমর্থকরা। চার বছরে লিভারপুলে সাফল্য এলেও, ওই দুঃসহ স্মৃতি কোনও দিন ভুলতে পারবেন না সমর্থকরা। এমনকি মোহামেদ সালাহ নিজেও ভুলতে পারেন না ওই ম্যাচের স্মৃতি।

ভিয়ারিয়ালকে হারানোর পর সালাহ বলেছিলেন, মাদ্রিদের বিরুদ্ধে খেলতে চাই। চার বছর আগে তাদের কাছেই ফাইনালে হেরেছিলাম। তাই আমি চাইছি, তাদেরকে হারিয়েই এবার খেতাব জিততে। তাহলেই সেটা মধুর প্রতিশোধ হবে।

ওই দুঃসহ স্মৃতি এখনও মিশরের রাজপুত্রকে যন্ত্রণা দেয়। আগামী শনিবার রাতে রিয়ালমাদ্রিদকে হারালেই সেই যন্ত্রণা লাঘব হবে। সালাহ বলেন, সেইবার ৩০ মিনিটের মাথায় মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। ওটা আমার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মুহূর্ত। সেদিন আমার মন ভেঙে গিয়েছিল। আমি হাসপাতালে থেকে দলের রেজাল্ট জেনেছিলাম। আমরা ওই ম্যাচটা হারতাম না। ওই খবরটা শোনার পর বিশ্বাস করতে পারিনি। 

আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রতিপক্ষ সেই রিয়াল মাদ্রিদ। ফুটবলজীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ভোলার সুযোগ মিশরের রাজপুত্রের কাছে। চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে ৮ গোল রয়েছে তার। এবছর ক্লাবের হয়ে লিগ কাপ আর এফএ কাপ জিতেছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার মর্যাদা সবসময়ই আলাদা। আর সেটাই জিততে চান লিভারপুলের তারকা ফুটবলার।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর