ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডি মারিয়ার নতুন গন্তব্য কি বার্সা?
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে সাতটি মৌসুম কাটিয়েছেন। এই মৌসুম শেষেই পিএসজিকে বিদায় জানিয়েছেন তিনি। তার সম্ভাব্য নতুন গন্তব্য হিসেবে এতোদিন আলোচনায় ছিল জুভেন্টাস। এবার আলোচনায় লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনাও।

ফরাসি তারকা ওসমান দেম্বেলে যদি বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন না করেন, তাহলে তাঁর জায়গায় আরেকজন উইঙ্গার আনা হবে। সেক্ষেত্রে কাতালান দলে দেখা যেতে পারে ডি মারিয়াকে। বার্সেলোনাভিত্তিক সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে এই খবর।

এদিকে, স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভো জানিয়েছে, ডি মারিয়ার নিজেই নাকি বার্সার সঙ্গে কথা বলেছেন। ‘মার্কা’ বলেছে, জুন শেষেই ডি মারিয়া ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন, সেই সুযোগটা নিতে চায় বার্সা। ক্লাবটির ক্রীড়া পরিচালক মাতেও আলেমানি এরই মধ্যে ডি মারিয়ার সঙ্গে চুক্তির ব্যাপারে কথা বলেছেন।

পিএসজিতে খেলার আগে ডি মারিয়া প্রায় পাঁচ বছর খেলেছেন রিয়াল মাদ্রিদে। আগামী মৌসুমে রিয়ালের চিরপ্রতিন্দ্বন্দী বার্সাতেই দেখা যেতে পারে ডি মারিয়াকে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর