ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আইপিএল জয়ী হার্দিকের নেতৃত্ব নিয়ে যা বললেন কোচ দ্রাবিড়
অনলাইন ডেস্ক
ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। ফাইল ছবি।

এবারের আইপিএল জন্ম দিয়েছে নতুন হার্দিক পান্ডিয়ার। যে শুধু ব্যাটিং-বোলিংয়ে নিজেকে প্রমাণ করেছেন এমনটা নয়, অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন গুজরাট টাইটানস অধিনায়ক। গুজরাটকে আইপিএল জিতিয়েছেন সপ্তাহ খানেক আগে।

তাইতো তার সমালোচনা এখনো চলছেই। অনেকে ভাবছেন ভবিষ্যতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবন হার্দিক। তবে কি ভবিষ্যতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন তিনি? ইতিবাচক ইঙ্গিত দিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। জানালেন, হার্দিকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। কথা বলেছেন উমরান মালিককে নিয়েও। ৯ জুন দক্ষিণ আফ্রিকার সিরিজ শুরুর আগে এক সাংবাদিক বৈঠকে আরও কিছু বিষয় নিয়ে কথা বললেন তিনি।

ভারতীয় কোচের কথায়, ‘কিছুক্ষণ আগেই হার্দিকের সঙ্গে দেখা হলো। যারা আইপিএলের ফাইনালে খেলেছিল তাদের বাড়তি একদিন ছুটি দিয়েছিলাম। হার্দিকের নেতৃত্ব আমার খুব ভাল লেগেছে। নেতা হতে গেলে অধিনায়কের পদে বসতেই হবে, এমন কথা নেই। ওকে বোলিংয়ে ফিরতে দেখে বেশি খুশি হয়েছি। ক্রিকেটার হিসেবে ওর থেকে সেরাটা বের করে আনতে চাই। ভবিষ্যতে কী হবে সেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। তবে তরুণ ক্রিকেটারদের আইপিএলে নেতৃত্ব দিতে দেখে ভাল লেগেছে।’

তরুণ জোরে বোলার উমরান মালিক নজর কেড়েছেন। তাকে নিয়ে দ্রাবিড়ের মন্তব্য, ‘খুব জোরে বল করতে পারে। আইপিএলে অনেক জোরে বোলার দেখলাম এবার। বেশ ভাল লেগেছে। কোচ হিসেবে আমি দলের সীমিত ওভারের সাফল্য টেস্ট ক্রিকেটেও দেখতে চাই। উমরানকে নেটে দেখে ভাল লাগল। এখনো শিখছে। উন্নতি করছে। যত বেশি খেলবে তত উন্নতি করবে। ওর মতো ক্রিকেটারকে পেয়ে দলের লাভ হবে। দেখা যাক ক’টা ম্যাচে ওকে সুযোগ দেওয়া যায়। বড় দল রয়েছে আমাদের। সবাইকে তো প্রথম একাদশে রাখা যায় না। তবে যে-ই সুযোগ পাক, আমি তাকে নিয়মিত খেলিয়ে যাওয়ার পক্ষপাতী।’

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর