ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মিয়াঁদাদের আরও কাছে ইমাম
অনলাইন ডেস্ক
ইমাম-উল-হক.

পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হকের ব্যাটে রানের ফোয়ারা ছুটছেই। মুলতানে আজ রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫৫ বলে ফিফটি পূর্ণ করেন ইমাম। এই সংস্করণে এটি তার টানা সপ্তম পঞ্চাশ ছোঁয়া ইনিংস। এই ইনিংস খেলে ইমাম নিজেকে তুলে নিলেন নতুন উচ্চতায়। বিশ্বরেকর্ডের পথে এগিয়ে গেলেন আরেক ধাপ।

ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডের তালিকায় তিনি এখন এককভাবে দ্বিতীয় স্থানে। ছাড়িয়ে গেলেন টানা ছয়টি করে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা গর্ডন গ্রিনিজ, অ্যান্ড্রু জোন্স, মার্ক ওয়াহ, রস টেইলর, কেন উইলিয়ামসন, মোহাম্মদ ইউসুফ, ক্রিস গেইল, পল স্টার্লিং, শেই হোপ ও বাবর আজমকে। ১৯৮৭ সালে টানা ৯ ইনিংসে পঞ্চাশ ছুঁয়ে রেকর্ডটা গড়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। পরের দুই ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারলে স্বদেশি কিংবদন্তির পাশে বসবেন ইমাম।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর