ঢাকা, রবিবার, ৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অভিষেকের ১৬ বছর পর কার্তিকের প্রথম ফিফটি
অনলাইন ডেস্ক

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা সফরের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে ভারতের পথ চলা শুরু। সেই ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন দিনেশ কার্তিক। ১৬ বছর এবং ৩৬ ম্যাচ খেলার পর সেই কার্তিক এই ফরম্যাটে পেলেন নিজের প্রথম ফিফটি। 

তার মাইলফলক ছোঁয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে বড় জয়ে (৮২ রানে) পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে ভারত। আগে ব্যাটিং করে ভারত ৬ উইকেটে ১৬৯ রান তোলে। জবাবে ৮৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। 

ইনিংসের শেষ ওভারে কার্তিক প্রথম ফিফটির দেখা পান। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৬৫ রান জুটি গড়ার পথে ৩৩ বলে ফিফটি পান। রাজকোটে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ১৩তম ওভারে ভারতের রান ছিল ৪ উইকেটে ৮১। সেখান থেকে পঞ্চম উইকেটে জুটি গড়ে দলের রান চূড়ায় নিয়ে যান হার্দিক ও কার্তিক।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর