ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাঁচ বছর পর টেস্ট দলে ম্যাক্সওয়েল
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

পাঁচ বছর পর আবারও সাদা পোশাকে মাঠে নামার সুযোগ পাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৭ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার। ট্র্যাভিস হেড চোট পাওয়ার কারণে তাকে দলে যুক্ত করেছে অস্ট্রেলিয়া।

হ্যামস্ট্রিংয়ের সমস্যায় কলম্বোয় শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন হেড। চতুর্থ ম্যাচের শেষ দিকে ইনজুরিটা পান হেড। গলেতে প্রথম টেস্ট শুরুর আগে সেরে উঠতে তার সময় মাত্র ছয় দিন। তাকে নিয়ে শঙ্কা থাকায় দরজা খুলে গেলো ম্যাক্সওয়েলের। ৭ টেস্টে এক সেঞ্চুরিতে ৩৩৯ রান তার। 

টেস্ট দল:  প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (সহঅধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর