ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

লিভারপুল ছাড়লেন মিনামিনো
অনলাইন ডেস্ক
তাকুমি মিনামিনো।

লিভারপুল ছাড়লেন জাপানিজ মিডফিল্ডার তাকুমি মিনামিনো। চার বছরের জন্য তাকে দলে টেনেছে ফরাসি ক্লাব মোনাকো। দুই ক্লাবের পক্ষ থেকেই মঙ্গলবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর অনুযায়ী, ২৭ বছর বয়সী ফুটবলারকে দলে টানতে ট্রান্সফার ফি বাবদ ১ কোটি ৫৫ লাখ পাউন্ড খরচ হয়েছে মোনাকোর।

২০২০ সালের জানুয়ারিতে সালসবুর্ক থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন মিনামিনো। আড়াই বছর ইংলিশ ক্লাবটিতে কাটিয়েছেন তিনি। মাঝে অবশ্য সাউথ্যাম্পটনে ধারে খেলেছেন এক বছর। সেরেৎসো ওসাকার বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা এই অ্যাটাকিং মিডফিল্ডার পাঁচ বছর অস্ট্রিয়ান শীর্ষ প্রতিযোগিতার দল সালসবুর্কে খেলে লিভারপুলে যোগ দেন। সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যানফিল্ডের ক্লাবটির হয়ে ৫৫ ম্যাচ খেলে ১৪ গোল করেন মিনামিনো।

গত মৌসুমে টেবিলের তৃতীয় স্থানে থেকে লিগ ওয়ান শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় মোনাকো। লিভারপুল ও সালসবুর্ক দুই দলের হয়েই প্রতিযোগিতাটিতে খেলেছেন মিনামিনো।

  বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর