ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরলেন মোরাতা
অনলাইন ডেস্ক
আলভারো মোরাতা।

ধারের মেয়াদ শেষ হওয়ার পর আলভারো মোরাতাকে পাকাপাকিভাবে পেতে আগ্রহী ছিল জুভেন্টাস। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আর্থিক দিক নিয়ে বনিবনা হয়নি তাদের। তাই স্পেনের দলটিতেই ফিরে গেলেন এই ফরোয়ার্ড। তুরিনের দলটি বৃহস্পতিবার (৩০ জুন) এক বিবৃতিতে মোরাতার ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

গত দুই মৌসুম অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে জুভেন্টাসের হয়ে খেলেছেন মোরাতা। এর আগে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত জুভেন্টাসে কাটান মোরাতা। এই সময়ে লিগ ও কাপ শিরোপা মিলিয়ে দুইবার ‘ডাবল’ জেতেন তিনি। ২০১৫ সালে খেলেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। দ্বিতীয় মেয়াদে ২০২০ সালে অ্যাটলেটিকো থেকে ধারে খেলতে এসেছিলেন মোরাতা। পরের বছর ইতালিয়ান কাপ জেতেন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৩২ গোল।

২৯ বছর বয়সী ফুটবলার ইউভেন্তুসে সুখেই ছিলেন এবং তুরিনেই থাকতে চেয়েছিলেন। ইনস্টাগ্রামে বিদায়ী বার্তায় বলেছেন, ইউভেন্তুসের জার্সি পরে খেলতে পারা তার জীবনের স্মরণীয় ঘটনার একটি।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর