ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

সাকিব প্রসঙ্গে যা বললেন মাহমুদুল্লাহ
অনলাইন ডেস্ক
মাহমুদুল্লাহ রিয়াদ

ডমিনিকার উইন্ডসর পার্কে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ওই লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। এমন হারের পর মুখ খুলেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কথা বলেছেন সাকিব আল হাসানের বুক চিতিয়ে লড়াই করে যাওয়া প্রসঙ্গেও।

১৯৪ রানের লক্ষ্যে ব্যাট হাতে ইনিংসের প্রায় পুরোটা সময়ই ক্রিজে ছিলেন সাকিব। কিন্তু বেশির ভাগ সময়ই তার ব্যাটে দেখা গেল না চেষ্টা। সাকিব অবশ্য ফিফটি পেয়েছেন। তবে ৪৫ বলের এই হাফ সেঞ্চুরি তার ক্যারিয়ারের মন্থরতম। এরপর তার ৭ বলে ১৮ রান যোগ করাও তাই, ৩৫ রানের হার থেকে বাঁচাতে পারেননি। যদিও সাকিব ভালো ব্যাটিং করেছেন বলে মনে করেন মাহমুদুল্লাহ।

তিনি বলেছেন, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারিও মারল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো।’

‘আমরা যেখানে বল করতে চেয়েছি, সেখানে বল করতে পারিনি। পরিকল্পনা অনুয়ায়ী বোলিং হয়নি। ১৯০ রান যখন তাড়া করবেন তখন ভালো একটা শুরু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওখানেই আমরা কিছুটা পিছিয়ে পড়ি।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর