ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পন্টিংয়ের বিশ্বরেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রোহিত
অনলাইন ডেস্ক
রোহিত শর্মা। ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি নজিরের সামনে রোহিত শর্মা। ক্রিকেটার বা ব্যাটার হিসেবে নয়, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নজির গড়তে পারেন রোহিত। স্পর্শ করবেন রিকি পন্টিংয়ের ১৯ বছরের বিশ্বরেকর্ড। সে জন্য অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিততে হবে ভারতকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে শনিবারই বিরাট কোহলিকে ছুঁয়েছেন অধিনায়ক রোহিত। কোহলির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর নজির গড়েছেন। কোহলি ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ২-১ ব্যবধানে ২০ ওভারের সিরিজ জিতেছিলেন।

পাশাপাশি ভারতও এশিয়ার প্রথম দেশ হিসেবে ইংল্যান্ডের মাটিতে চারটি ২০ ওভারের ক্রিকেট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল। এর আগে শ্রীলঙ্কা ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ইংল্যান্ডের মাটিতে।

ভারতের অধিনায়ক হিসেবে শনিবার পর্যন্ত টানা ১৯টি ম্যাচে জয় পেয়েছেন রোহিত। ইংল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত হারালেই তিনি অধিনায়ক হিসাবে টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের নজির গড়বেন। স্পর্শ করবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিংকে। ২০০৩ সালে এই নজির গড়েছিলেন পন্টিং। যা এখনো কোনো দেশের কোনো অধিনায়ক স্পর্শ করতে পারেননি।

রোহিতের নেতৃত্বের ভারতের জয়ের ধারা শুরু হয়েছিল ২০১৯ সালে। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জয় দিয়ে। সে সময় অবশ্য রোহিত ভারতের পূর্ণ সময়ের অধিনায়ক ছিলেন না। ১৯টি জয়ের মধ্যে ১৪টি জয়ই এসেছে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে টানা জয়ের বিশ্বরেকর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই করেছিলেন রোহিত। শনিবার নিজের বিশ্বরেকর্ডকেই আরও উন্নত করেছেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর