ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাবরকে নিয়ে যা বললেন মিয়াঁদাদ
অনলাইন ডেস্ক
বাবর আজম ও জাভেদ মিয়াঁদাদ

বাবর আজমের অধিনায়কত্বে যেন উড়ছে পাকিস্তান দল। ১২ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি, তার দল জিতেছে আটটি, হার দুটি ও ড্র দুই ম্যাচে। সবশেষ গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে রেকর্ড রান তাড়া করে জয়।

২৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের গুণকীর্তন করলেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের এই ব্যাটিং গ্রেট মনে করিয়ে দিলেন, দলের জন্য বাবরের ভালো ফর্ম দারুণভাবে সহায়তা করছে। অধিনায়ক নিজের সেরাটা দিতে না পারলে দল ব্যর্থ হয়।

মিয়াঁদাদ বলেছেন, ‘দল খেলছে সমন্বিত ইউনিট হিসেবে এবং কৃতিত্ব আমাদের খেলোয়াড়দের এবং আমাদের এক নম্বর অধিনায়কেরও। সে আমাদের ক্যাপ্টেন কুল। কখনও মেজাজ হারায় না। দলকে চমৎকারভাবে নেতৃত্ব দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে নিজেই দারুণ পারফর্ম করছে। সামনে থেকে এগিয়ে নিচ্ছে দলকে। প্রায় সময়ই, যদি একজন অধিনায়ক পারফর্ম না করে, এটা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং তাতে ধস নামে।’

অবসর নেওয়া পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক থাকা উচিত বাবরের, এমন দাবি সাবেক ব্যাটিং তারকার, ‘বাবর আজম এখন পরিণত। ক্রিকেট থেকে অবসর নেওয়া পর্যন্ত তার দলের অধিনায়ক থাকা উচিত।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর