ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘অবিশ্বাস্য’ সিকান্দার রাজা; টাইগারদের হারিয়ে যা বললেন
অনলাইন ডেস্ক

২০০ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার ২১৪ রান তাড়া করে ম্যাচ জিতেছিল টাইগাররা। গতকাল হারারে স্পোর্টস গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটি রেকর্ড গড়ার হাতছানি ছিল বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে ২০৬ রান টপকে রেকর্ড গড়তে পারত। কিন্তু পারেনি। হেরে যায় ১৭ রানে। 

এদিন সিকান্দার রাজা ৭ চার ও ৪ ছক্কায় ২৬ বলে ৬৫ রানের অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। বাংলাদেশে খেলেই কি মুস্তাফিজুর রহমানদের ভালোভাবে চিনেছেন? সেটাই কাজে লাগিয়েছেন মাঠে?

সংবাদ সম্মেলনে রাজা বলেছেন, ‘এটা সত্যি বাংলাদেশ আমাকে অনেক সুযোগ দিয়েছে আর আমি সবসময় সেটার জন্য কৃতজ্ঞ। কিন্তু যখন আপনি জাতীয় দলে খেলবেন এটা স্কিলের বিপক্ষে স্কিলের লড়াই। তারা আমাকে নিয়ে বিশ্লেষণ করেছে, আমিও। আমরা যত খেলবো, তত একে-অপরকে চিনব।’

‘যদি আমি তাদের ব্যাপারে জানি, তাহলে তারাও আমাকে জানে। আমার জন্য এটা সবসময় স্কিলের বিপক্ষে স্কিলের লড়াই। আপনি নিজের স্কিল ম্যাচের দিন টেবিলে রাখতে হবে আর প্রতিপক্ষকে ছিটকে দিতে হবে। আমার কাছে এটাই ব্যাপার।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর