ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এবাদতের ‘অন্যরকম’ বার্তা
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ওয়ানডেতে  অনেকদিন ধরেই শক্তিশালী দল। কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে গেছে টাইগাররা।

আগে ব্যাট করে স্বাগতিকদের সামনে ৩০৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। তবে এক ম্যাচ হেরেই বাংলাদেশ দল খারাপ হয়ে যায়নি বলে বিশ্বাস পেসার এবাদত হোসেনের।

শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ওয়ানডেতে দল হিসেবে আমরা খুবই ভালো। দু-একটি ম্যাচ খারাপ হলেই কি আমরা দল হিসেবে খারাপ? আমরা দল হিসেবে ভালো। আমরা বাকি দুই ম্যাচ জিতলে সিরিজ তো আমাদেরই।’

হঠাৎই জিম্বাবুয়ে সফরে ডাক পেয়েছেন পেসার এবাদত হোসেন ও ব্যাটার নাঈম শেখ। বাংলা টাইগার্সের হয়ে খেলার ব্যস্ততার ফাঁকেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। এখনও ওয়ানডে অভিষেক না হলেও ভালো করতে তৈরি এবাদত।

তিনি বলেছেন, ‘আমি বাংলা টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে খেলার জন্য খুলনায় ছিলাম। ওখানে সাদা বলের জন্য গিয়েছিলাম। তাই সাদা বলের অনুশীলনটাই করে এসেছি। গতকাল রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি।’

‘প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি। একটু অবাক করার মতো। ইনশাআল্লাহ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর