ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিসিবির সিদ্ধান্তের পর যা বললেন ডমিঙ্গো
অনলাইন ডেস্ক

গত কয়েকদিন ক্রিকেটাঙ্গনে নানান ধরনের নাটক মঞ্চস্থ হয়েছে। টি-২০ ক্রিকেটের কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাসেল ডমিঙ্গোকে। তার জায়গায় প্রথমে ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ এবং পরে হেড কোচ হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান প্রবাসী শ্রীধরন শ্রীরামকে। এখন থেকে শুধুমাত্র টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলকে দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে ডমিঙ্গোকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই সিদ্ধান্ত নিয়ে অখুশি নন ডমিঙ্গো। মনখোলা মানুষ ডমিঙ্গো বিসিবির সিদ্ধান্ত সাদরেই গ্রহণ করেছেন।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচদের নিয়ে সিদ্ধান্তের কথা জানান বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। টি-টোয়েন্টির নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের দায়িত্ব ও রাসেল ডমিঙ্গোর নতুন ভূমিকা নিয়ে বিস্তারিত জানান বিসিবিপ্রধান।

বিসিবিপ্রধানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন রাসেল ডমিঙ্গো। তিনি স্পষ্ট জানালেন, বিসিবির সিদ্ধান্তে নারাজ নন তিনি। বরং সাফল্য পাওয়ার আশায় নতুন পথ বেছে নেওয়াকে ইতিবাচক মনে করেন তিনি।

ডমিঙ্গো বলেছেন, ‘আমার মনে হয়, এটা দারুণ একটা আইডিয়া। এটা আমাকে টেস্ট ম‍্যাচ ও ৫০ ওভারের ক্রিকেটে আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ করে দেবে। টি-টোয়েন্টিতে আমাদের দারুণ কিছু ফল আছে, বাজে ফলও আছে কিছু। আমার মনে হয় না, এই সংস্করণে নতুন পন্থা খারাপ কোনো আইডিয়া। এই ব‍্যাপারে আমার মন খুবই খোলা। এটা আমার দল নিয়ে নয়, আমাকে নিয়ে নয়। আমি এখানে দলকে আরও ভালো অবস্থায় নেওয়ার জন‍্য।’

এক ফরম্যাট থেকে সরিয়ে দেওয়া বাকি দুটিতে আরও বেশি সময় দেওয়ার সুযোগ পাবেন বলে জানালেন ডমিঙ্গো, ‘এটা আমাকে আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপ নিয়ে আরও পরিষ্কারভাবে ভাবার সুযোগ করে দেবে। আমরা জানি, টেস্ট দলকে নিয়ে অনেক কাজ করতে হবে। এটা আমাকে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোরও সুযোগ করে দেবে। গত বছর আমি কেবল পাঁচ সপ্তাহ বাড়ি থাকতে পেরেছিলাম। পরিবার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এভাবে টিকে থাকা খুব কঠিন, টুর্নামেন্টে সতেজ হয়ে আসা, ভালো মনোভাব নিয়ে আসা খুব কঠিন।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর