ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আফগানদের হারিয়ে যা বললেন শ্রীলঙ্কার অধিনায়ক
অনলাইন ডেস্ক

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে আফগানিস্তান ১৭৫ রান করে। জবাবে ৫ বল ও ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

আফগানদের হারানোর পর লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা বলেন, ড্রেসিং রুমের বিশ্বাস ছিল, এই ধরনের উইকেটে যেকোনো রান তাড়া করতে পারব। সেই বিশ্বাস আমাদের ছিল। রান তাড়া করতে গিয়ে আমরা সর্বদা উইকেট পর্যবেক্ষণ করি। আমাদের খেলায় ফেরার পরিকল্পনা ছিল। আফগানিস্তানের ভালো ব্যাটার আছে আমরা জানতাম। তবে আমাদের ছেলেরা পরিকল্পনা ভালোভাবেই বাস্তবায়ন করেছে। টসের সময় আমি বলেছিলাম, খেলায় জেতার জন্য পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। সেভাবে অগ্রসর হয়েই আমরা জিতেছি।

উল্লেখ্য, আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার কেউ হাফসেঞ্চুরিও করেননি। তবে ৪ জন ব্যাটার- কুশাল মেন্ডিস ৩৬, পাথুম নিসাঙ্কা ৩৫, দানুস্কা গুনাথিলাকা ৩৩ ও ভানুকা রাজাপাকসে ৩১ রান (৩০ রানের বেশি ) করে তোলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর