ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই অঘটন!
অনলাইন ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হলো চেলসি। মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেব।

এদিন জাগরেবের মাঠে ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে যায় চেলসি। এ সময় পাল্টা আক্রমণে ওঠে জাগরেব। তাদের ব্রুনো পেটকোভিচ বল বাড়িয়ে দেন মিসলাভ ওরসিককে। তিনি বল নিয়ে ঢুকে পড়েন ডি বক্সের মধ্যে। তাকে বল নিয়ে আসতে দেখেই গোলপোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসেন চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা। তাকে পরাস্ত করে ডান পায়ের আলতো টোকায় দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ওরসিক। উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।

তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাগরেব। বিরতির পর অবশ্য তারা আর কোনো গোল দিতে পারেনি। জালের নাগাল পেতে দেয়নি চেলসিকেও। তাতে ১-০ গোলের দারুণ জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব শুরু করে ডায়নামো জাগরেব।

উল্লেখ্য, ১৯ বারের মধ্যে এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হার মানলো চেলসি। তবে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এমন কোনো নজির নেই যে প্রথম ম্যাচ হেরে তারা চ্যাম্পিয়ন হয়েছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর