ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইতিহাস গড়ে আইসিসির মাস সেরা সিকান্দার রাজা
অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো আইসিসি মাস সেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছে জিম্বাবুয়ের কোন খেলোয়াড়। আর সেই ক্রিকেটারের নাম সিকান্দার রাজা। 

৩৬ বছরের এই অলরাউন্ডার আইসিসির আগস্ট মাসের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন।

নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিশেল স্যান্টনার ও ইংলিশ তারকা বেন স্টোকসকে হটিয়ে এই মুকুট নিজের মাথায় তোলেন সিকান্দার রাজা। এক মাসে তিন সেঞ্চুরি হাঁকিয়ে এই কৃতিত্বের খাতায় নাম লেখান তিনি।

মাস সেরা হয়ে রাজা বলেন, ‘আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আর  প্রথম জিম্বাবুয়ের ক্রিকেটার হিসেবে এটা আরও গৌরবের।’

উল্লেখ্য, আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৩৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেন রাজা। পরের ম্যাচেই করেন ১১৭ রান।  পরে একই মাঠে ভারতের বিপক্ষে ৯৫ বলে ১১৫ রানের ইনিংস খেলেন রাজা।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর