ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ওপেনার হিসেবে আমার অবদানটা গুরুত্বপূর্ণ: মিরাজ
অনলাইন ডেস্ক

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ম্যাচগুলোতে ওপেনার হিসেবে অনেক ক্রিকেটারকেই খেলতে দেখা গেছে। সর্বশেষ এশিয়া কাপের পর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচেও ব্যাট হাতে ইনিংসের শুরু করতে নামেন মেহেদী হাসান মিরাজ।

নতুন ওপেনার মেহেদী মিরাজ মানছেন টিম ম্যানেজমেন্ট তার ওপর বিশ্বাস রেখেছে বলেই তাকে ওপেনিংয়ে খেলার সুযোগ দিয়েছে। একইসঙ্গে নিজেকে চেষ্টা করছেন সেভাবেই তৈরি করতে— এমনটি জানালেন সুদূর আরব আমিরাত থেকে। বিসিবির পোস্ট করা এক ভিডিওবার্তায় এসব কথা জানান মিরাজ।

সেখানে তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্ট আমাকে একটা সুযোগ দিয়েছে। হয়তো তারা চিন্তা করছে যে, আমি ওপেন করলে ভালো হবে। আমি চেষ্টা করছি নিজেকে সেভাবে তৈরি করতে। আমার অবদানটা (দলের জন্য) খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওপেনার হিসেবে।’

মিরাজ এও জানালেন, টিম ম্যানেজমেন্ট তার ওপর বড় কিছু আশা করে না, তার কাছে দলের চাওয়া খুবই ছোট। এমন অবস্থায় অলরাউন্ডার মিরাজ ও সেভাবে নিজেকে প্রস্তুত করছেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর