ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আমিরাতের বিপক্ষে সিরিজ জয়ের পর যা বললেন সোহান
অনলাইন ডেস্ক

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে বড় ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ। এদিন আবুধাবিতে ৩২ রানের বড় জয় পায় টাইগাররা। অধিনায়ক হিসেবে সোহানের এটা প্রথম সিরিজ জয়।

টি-টোয়েন্টিতে খারাপ সময় কাটানো বাংলাদেশ দল যেন হাফ ছেড়ে বাঁচল। স্বস্তি পেলেন অধিনায়ক সোহানও। তিনি সোহান বলেছেন, 'আমার খুব ভালো লাগছে। দলের সবাই খুব ভালো খেলেছে। ছেলেরা সবাই ভালো খেলতে উন্মুখ হয়ে ছিল। এটা ছেলেদের থেকে একটা দারুণ প্রচেষ্টা। আমি মনে করি, এটা (সিরিজ জয়) বিশ্বকাপে কাজে লাগবে। জেতাটা একটা অভ্যাসের বিষয়; আমি মনে করি এই জয় নিউজিল্যান্ড (ত্রিদেশীয় সিরিজ) এবং বিশ্বকাপে আমাদের সহায়তা করবে।'

অন্যদিকে আরব আমিরাত অধিনায়ক রিজওয়ান বলেন, 'দুর্ভাগ্যবশতঃ আমরা নিজেদের পথে হাঁটতে পারিনি। পাওয়ারপ্লেতে আমাদের রান কিছু কম হয়েছিল এবং দ্রুত কয়েকটা উইকেট হারিয়েছি। ওরা সঠিক জায়গায় বোলিং করেছে এবং নিজেদের কোয়ালিটি দেখিয়েছে। অবশ্যই তাদের ক্রেডিট প্রাপ্য। এটা আমাদের জন্য একটা শেখার মঞ্চ। আমরা এরকম ম্যাচ যদি আরও বেশি খেলার সুযোগ পাই, তাহলে আরও উন্নতি করব।'

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর