ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আফসোস নেই, খুশি মিঠুন
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

জাতীয় দল থেকে বাদ পড়ার আগে মিঠুন ছিলেন তার পারফর্ম্যান্স নিয়ে আলোচনায়। ক্রিকেট পাড়ায় সেসময় মিঠুন ছিলেন আলোচিত নাম। তবে জাতীয় দল থেকে বাদ পড়ার পর মিঠুনকে নিয়ে আর তেমন আলোচনা নেই। শিগগিরই তিনি জাতীয় দলে ফিরতে পারবেন, সেই আশাটাও অনেকটা দুরাশা এখন।

তবু মিঠুন আছেন তার মতো। খেলছেন বাংলাদেশ ‘এ’ দলে। গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর। এরপর এবার ভারত সফর দুটিতেই অধিনায়ক ছিলেন মিঠুন। 

তবে জাতীয় দলে জায়গা হারানো নিয়ে আক্ষেপ নেই ব্যাটার মিঠুনের। শনিবার সংবাদমাধ্যমকে তেমনটাই জানালেন। মিঠুন বলেন, ‘আসলে আমি একটু আফসোস কম করি। যেখানে আছি, সেখানে খুশি থাকার চেষ্টা করি। যেখানে নাই, ওটা নিয়ে আফসোস করার কিছু নাই। এখন যেখানে আছি, সেটা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছি। এখানেই মনোযোগ দিচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘সবশেষ সফরেও আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি অবশ্যই সম্মানিত। আমি আমার দিক থেকে শতভাগ দিতে চাই। সবকিছুর উদেশ্য কিন্তু একটাই, পারফরম্যান্স কেমন হবে। যখন অধিনায়ক, সঙ্গে পারফরম্যান্সও আসে, তখন তা দলের জন্য ভালো, আমার জন্যও। সেদিকে আমার চেষ্টা থাকবে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর