ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাব্বির-মিরাজকে আরও সুযোগ দিতে চান বাশার
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনাররা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানে পারেন না অনেকদিন। জুটির পর জুটি বদলেও এই সঙ্কটের সমাধান হয়নি। পাওয়ার প্লে’তে রান তোলায় বাংলাদেশ যেমন দুর্বল, তেমন উইকেট হারানোয় সেরা। 

সবশেষ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ থেকে টি-টোয়েন্টির ওপেনিংয়ে আনা হয়েছে মেহদী মিরাজ-সাব্বির রহমানকে। তুলনামূলকভাবে মিরাজ ভালো করলেও সাব্বির কোনোভাবেই উইকেটে থিতু হতে পারছেন না। ব্যাট তার হাসছে না একদমই।

তবে এরপরও নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে জানিয়েছেন, তারা এই জুটিকে আরও সময় দিতে চান। 

বাশার মনে করেন কাউকে সুযোগ দিলে তাকে পর্যাপ্ত সুযোগই দেওয়া উচিত। এই নির্বাচক মনে করেন এখনও প্ল্যান বি’তে যাওয়ার বা মিরাজ-সাব্বিরের বিকল্প ভাবার সময় আসেনি।

বাশারের মতোই বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও এশিয়া কাপের ফাঁকে জানিয়েছিলেন, তারা সাব্বিরের মাছে ফিয়ারলেস বা ভয়ডরহীন ক্রিকেটের ছায়া দেখছেন।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর