ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জে কিংস
ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ফুটবলে এক দলে এক সঙ্গে চার ব্রাজিলিয়ান খেলোয়াড়ের খেলার রেকর্ড রয়েছে। ১৯৮৬ সালে ঢাকা প্রথম বিভাগ লিগে ধানমন্ডি ক্লাব এক সঙ্গে চার ব্রাজিলিয়ানকে খেলায়। এবার পেশাদার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে এক সঙ্গে তিন ব্রাজিলিয়ানকে দেখা যাবে। রবসন রবিনহো তো গেল দুই মৌসুম ধরেই বসুন্ধরা কিংসে আছেন। মিগেল ফিগেরা গেল লিগে সেকেন্ড উইন্ডোতে যোগ দেন। এ দুজন থাকছেনই, নতুনভাবে চ্যাম্পিয়নে নাম লিখিয়েছেন ডরিয়েলটন গোমেজ। যিনি গতবার প্রথমবার ঢাকা আবাহনীতে খেলে প্রশংসা কুড়ান। আবাহনী ছেড়ে তিনি এবার বসুন্ধরা কিংসে। রবসন, মিগেল ও ডরিয়েলটন এ তিন ব্রাজিলকে নিয়ে নতুন রূপ ধারণ করবে। আর ক্লাবটির লক্ষ্য নিঃসন্দেহে শিরোপা। রিয়াল মাদ্রিদও যেমন শিরোপা ছাড়া কিছুই বোঝে না। অল্পদিনের মধ্যে বাংলাদেশের বসুন্ধরা কিংসও সেই রূপ ধারণ করেছে।

নতুন ফুটবল মৌসুমের দল-বদল চলছে। স্বাধীনতা কাপ দিয়েই ঘরোয়া আসরের যাত্রা হবে। কিংসের চোখ অবশ্যই সব শিরোপায়। তবে চার সংখ্যাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অভিষেকেই হ্যাটট্রিক শিরোপা জিতে ইতিহাস গড়েই ফেলেছে ফুটবল কিং বসুন্ধরা কিংস। এবার চোখ চারে। মোহামেডান ও আবাহনীকে ফেলে আরেকটি ইতিহাস গড়ার পালা। সে সঙ্গে প্রথমবারে খেলবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ লিগ। সব চ্যালেঞ্জ জানাতেই গতকাল থেকে শুরু হয়ে গেছে কিংসের প্রস্তুতি। প্রথম দিন কোচ অস্কার শিষ্যদের তেমন পরিশ্রম করাননি। সময়ের সঙ্গে প্রস্তুতির পালাটাও জোরদার হবে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর