ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অপেক্ষায় পিএসজি
শেষ ষোলোতে ম্যানসিটি
ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্ব (শেষ ষোলো) নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। অপেক্ষা বেড়েছে পিএসজির। মঙ্গলবার এফ গ্রুপের ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেনের ক্লাব শাখতার ডনেস্কের সঙ্গে। ম্যাচের ৪৬ মিনিটে জুবকভের গোলে এগিয়ে যায় ইউক্রেন। তবে রুডিগারের শেষ মুহূর্তের (৯০+৫) গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ ড্রতেই নকআউট পর্ব নিশ্চিত হয় লস ব্ল্যাঙ্কোসদের। এফ গ্রুপে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল মাদ্রিদ। এই গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লিপজিগ।

চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানসিটিও। তারা মঙ্গলবার গোল শূন্য ড্র করেছে কোপেনহেগেনের সঙ্গে। এই ড্রতে ১০ পয়েন্ট সংগ্রহ করে জি গ্রুপের শীর্ষে আছে ম্যানসিটি। এই গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বুরুসিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার মেসিকে ছাড়া খেলতে নামা পিএসজি ১-১ গোলে ড্র করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে। এমবাপ্পের ৩৯ মিনিটের গোলে পিএসজি এগিয়ে যায়। বেনফিকা ৬২ মিনিটে হুয়াও মারিওর গোলে সমতায় ফেরে। এই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বেনফিকা। এই গ্রুপের অপর ম্যাচে মঙ্গলবার জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে ইসরাইলি ক্লাব ম্যাকাবাই হাইফা।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর