ঢাকা, বুধবার, ৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এই ট্রফি জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিলো: বাবর
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের হারিয়ে ট্রফি জিতলো পাকিস্তান। ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে ৪-৩ এ সিরিজ হারের দুঃখ পেছনে ফেললো এই অর্জন এবং নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিলো। ৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয়ের পর সেই কথাই বললেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

নিউজিল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়ের পর বাবর বললেন, ‘বড় ইভেন্টের আগে দল হিসেবে আমরা দারুণ আত্মবিশ্বাস পেলাম এবং আমাদের আশা, এই মোমেন্টাম নিয়ে সামনে আগাতে পারবো।’

আগামী ১৭ অক্টোবর ইংল্যান্ড ও ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর মেলবোর্নে ভারতের বিপক্ষে উত্তাপ ছড়ানো ম্যাচ খেলবে তারা।

এই প্রতিযোগিতার আগে ট্রফি জয় আত্মবিশ্বাসী করে তুলেছে পাকিস্তানকে, একই সঙ্গে মিডল অর্ডার নিয়ে তাদের যে দুশ্চিন্তা ছিল সেটাও অনেকটা কেটে গেছে। মিডল অর্ডারের এই পারফরম্যান্সে খুশি বাবর। হায়দার ও নওয়াজের প্রশংসা করে তিনি বলেছেন, ‘ব্যাটসম্যানরা ছিল দুর্দান্ত, বিশেষ করে মিডল অর্ডার তাদের কাজটা দারুণভাবে করেছে। যেভাবে নওয়াজ ও হায়দার খেলছে, তা অসাধারণ। মিডল অর্ডার ব্যাটসম্যানরা এভাবে এগিয়ে আসবে, এমন কিছুই তো চান আপনি।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর