ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সৌরভ গাঙ্গুলিকে বঞ্চিত করা হয়েছে: মমতা ব্যানার্জি
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হতে চলেছে সৌরভ গাঙ্গুলি অধ্যায়। তার জায়গায় দায়িত্ব পেতে যাচ্ছেন আরেক সাবেক ক্রিকেটার রজার বিনি। সৌরভ সরাসরি সরকারের বিরুদ্ধে আঙুল না তুললেও ইশারায় জানিয়েছেন, এমন সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট নন।

এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বললেন, এমন সিদ্ধান্তে সৌরভকে বঞ্চিত করা হয়েছে। মমতা আরও দাবি করেছেন, সৌরভকে এভাবে সরিয়ে দিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে।

মমতা বলেন, ‘তাকে বঞ্চিত করা হয়েছে। আসলে তার দোষ কী? আমি খুবই দুঃখিত। আমি সত্যিই কষ্ট পেয়েছি। সৌরভ খুবই জনপ্রিয় মানুষ। তিনি ভারত দলের অধিনায়ক ছিলেন। তিনি দেশকে অনেক কিছু দিয়েছেন। তিনি কেবল পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতকেই গর্বিত করেছেন। তাকে কেনো এমন অন্যায়ভাবে সরিয়ে দেয়া হলো?’

মমতা সৌরভকে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আহ্বান জানিয়েছেন। 

২০ অক্টোবর আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন করবে ভারত। 

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর